Skip to content

গুগল ম্যাপ যখন সঠিক রাস্তা না দেখালে যা করবেন

রাস্তা-ঘাটে বেরিয়ে সমস্যায় পড়েছেন। পথচলতি মানুষকে জিজ্ঞাসা করেও বুঝতে পারছেন না আপনার গন্তব্যে পৌঁছবেন কি করে। এ রকম সময়ে অনেকেই তাদের ফোনে গুগল ম্যাপ অ্যাপ-এ রাস্তা দেখার চেষ্টা করেন।

কিন্তু গুগল ম্যাপের ব্যবহারকারীরা অনেকই অ্যাপ ঠিক মত কাজ না করার অভিযোগ করে থাকেন। ফোনেরই কিছু সাধারণ সেটিংস-এ সমস্যার কারণে গুগল ম্যাপ সঠিকভাবে রাস্তাঘাট দেখায় না। এর ফলে নেভিগেশন-এ সমস্যা হয়। বিভিন্ন কারণে ভুল লোকেশন দেখায় গুগল ম্যাপ।

কম জিপিএস সিগন্যাল, কম্পাস ক্যালিব্রেট করা না থাকা ইত্যাদি কারণে সমস্যা দেখা যেতে পারে অ্যাপে। তবে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে তার আগে গুগল কিভাবে লোকেশন ট্র্যাক করে জানা প্রয়োজন। গুগল বিভিন্ন পদ্ধতিতে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করে থাকে।

জিপিএস

প্রায় ২০ টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ফোনের জিপিএস অবস্থান ট্র্যাক করতে পারে গুগল।

ওয়াই ফাই

ফোন ওয়াই ফাই-এর সঙ্গে যুক্ত থাকলে সেই ওয়াই ফাই-এর লোকেশন থেকে ফোন-এর ওয়াই ফাই লোকেশন ট্র্যাক করতে পারে গুগল ম্যাপ।

মোবাইল নেটওয়ার্ক

মোবাইল নেটওয়ার্ক-এর অবস্থান থেকেও ফোনের অবস্থান জানতে পারে গুগল ম্যাপ। এই সিগন্যালগুলো কমজোরি হলেই সঠিকভাবে ব্যবহারকারীর লোকেশন বুঝতে পারে না গুগল ম্যাপ। এই সমস্যার সমাধান করবেন কি করে?

প্রথম পদ্ধতি

ফোনে গুগল ম্যাপ খুলুন। কম্পাস ক্যালিব্রেট হওকম্পাস ক্যালিব্রেট হওয়া পর্যন্ত ফোনটি 8 এর মতো করে ঘোরান।

দ্বিতীয় পদ্ধতি

অ্যানড্রয়েড ফোনের সেটিংস এ যান।

লোকেশন অপশন সিলেক্ট করুন।

লোকেশন সার্ভিস বন্ধ করে দিন।

এবার হাই অ্যাকুরেসি অপশন সিলেক্ট করুন।

Comments

Previous
Next
Back To Top