Sandbox

Sandbox is a multipurpose HTML5 template with various layouts which will be a great solution for your business.

Contact Info

Moonshine St. 14/05
Light City, London

info@email.com
00 (123) 456 78 90

Learn More

Follow Us

মহাবিশ্বের স্তরবিন্যাস: পৃথিবী থেকে মাল্টিভার্স

আমাদের মহাজাগতিক ঠিকানা আবিষ্কার করুন, এক স্ক্রোলে।

সফর শুরু করুন
০১

পৃথিবী

আমাদের বাড়ি, সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব প্রমাণিত। এখানে আমরা বাস করি।

ধরন পাথুরে গ্রহ
ব্যাস ১২,৭৪২ কিমি
০২

সৌরজগৎ

সূর্য এবং তাকে কেন্দ্র করে ঘুরতে থাকা ৮টি গ্রহ, বামন গ্রহ, এবং কোটি কোটি গ্রহাণু নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত।

কেন্দ্র সূর্য (নক্ষত্র)
গ্রহ সংখ্যা ৮টি
০৩

আকাশগঙ্গা ছায়াপথ

আমাদের সৌরজগৎ যে ছায়াপথের অংশ তার নাম আকাশগঙ্গা। এটি একটি সর্পিল ছায়াপথ, যেখানে প্রায় ১০০ থেকে ৪০০ বিলিয়ন নক্ষত্র রয়েছে।

ধরন সর্পিল ছায়াপথ
নক্ষত্র সংখ্যা ১০০-৪০০ বিলিয়ন
০৪

স্থানীয় ছায়াপথপুঞ্জ

আকাশগঙ্গা এবং এর প্রতিবেশী অ্যান্ড্রোমিডাসহ প্রায় ৩০টিরও বেশি ছায়াপথ মিলে একটি দল গঠন করেছে, যা লোকাল গ্রুপ নামে পরিচিত।

ছায়াপথ সংখ্যা ৩০+
বিস্তৃতি ১ কোটি আলোকবর্ষ
০৫

পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব

মহাবিশ্বের যে অংশটি আমরা পৃথিবী থেকে পর্যবেক্ষণ করতে পারি। এর ব্যাস প্রায় ৯,৩০০ কোটি আলোকবর্ষ।

ব্যাস ৯৩ বিলিয়ন আলোকবর্ষ
বয়স ১,৩৮০ কোটি বছর
০৬

মাল্টিভার্স

একটি তাত্ত্বিক ধারণা, যা অনুযায়ী আমাদের মহাবিশ্বের মতো আরও অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে। এর কোনো পরীক্ষামূলক প্রমাণ এখনও পাওয়া যায়নি।

ধারণা তাত্ত্বিক
প্রমাণ এখনও প্রমাণিত নয়

আমাদের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু মহাবিশ্ব অসীম।

এই সফর কেবল শুরু।

```