Shahadat Hossen is a Bangladeshi Journalist, Web Designer, Entrepreneur, Founder at Tech Express & Pearl IT Limited. He started journalism from 2012. In the 2018 he started Web Development Company Pearl IT. He had a lot of interest in learning something new since childhood. He Started A technology based news portal techexpress.com.bd in 18 July2020. Journalist Shahadat Hossen Work Bangladeshi popular and oldest online news portal Bangladesherpatro.com. He was worked Dainik Desherpatro, The Dhaka Daily.
মো. শাহাদৎ হোসেন (Md. Shahadat Hossen) ২০১২ সাল থেকে দেশের গণমাধ্যমে কাজ করছেন। বর্তমানে দেশের অনলাইন গণমাধ্যমের শুরুর দিকের অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশেরপত্র ডটকম -এ সিনিয়র সাব এডিটর হিসেবে কর্মরত। ছাত্রাবস্থায় বিডিনিউজ ডটকমের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। তারপর রংপুরের স্থানীয় রংপুর এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম, ডেইলি রংপুর ডটকম, জাতীয় দৈনিক দেশেরপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা ও বাংলাদেশে সাংবাদিক জোট ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।