টেক এক্সপ্রেস ডেস্ক:
প্রযুক্তি নির্ভর দুনিয়ায় এক মুহূর্তও আমাদের চলে না স্মার্টফোন, ইন্টারনেট ছাড়া। সিম কোম্পানিগুলোর লোভনীয় সব ইন্টারনেট অফার ছাড়াও সবাই বাসায় লাগামহীন ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়িতে ওয়াইফাই ব্যবহার করেন। তাতেও বাধে বিপত্তি। গতি কম থাকার কারণে জরুরি কাজ সাড়তে অনেক সময়ই সমস্যায় পড়তে হয়। তবে রাউটারের সেটআপে সামান্য পরিবর্তন করলেই আপনার ঘরের ইন্টারনেট স্পিড বাড়বে। ঘরের সঠিক জায়গায় রাউটার সেটআপ করতে হবে। ভুল জায়গায় রাউটার ইনস্টল করলে ইন্টারনেট স্পিড কম পাবেন। তাই ওয়াইফাই রাউটার সেট করার সময় কয়েকটি নিয়ম জানা অবশ্যই জরুরি। চলুন জেনে নেওয়া যাক রাউটার সেটআপে কী পরিবর্তন করবেন।
>> রাউটার সবসময় চেষ্টা করুন ঘরের মাঝামাঝি কোথাও স্থাপন করতে। ভুলেও ঘরের কোণায় সেট করবেন না। কোণায় সেট করলে দুই দিকে দেওয়াল থাকার কারণে শুরুতেই ওয়াইফাই সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়। ফলে অনেকটাই ইন্টারনেটের স্পিড কমে যায়।
>> সবসময় এমন জায়গায় রাউটার রাখুন যেখানে আশপাশে কোনো দেওয়াল নেই। তাহলে খুব সহজেই পুরো বাড়িতে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
>> ব্রডব্যান্ড রাউটার কখনো মেঝেতে রাখবেন না। রাউটারের ভালো স্পিড পেতে উঁচু জায়গায় রাউটার সেট করুন। বাড়ির সব প্রান্তে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। যদি মেঝেতে রাখতেই হয় তাহলে ফাঁকা জায়গায় রাউটার রাখুন।
>> ইন্টারনেট স্পিড ভালো পেতে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে রাউটার দূরে রাখুন। টিভি, কম্পিউটার, রেডিও, কর্ডলেস ফোন রাউটারের সিগন্যালকে দুর্বল করে দিতে পারে। ফলে কমে যেতে পারে ইন্টারনেটের স্পিড। তাই ইলেকট্রনিক ডিভাইস থেকে অন্তত কয়েক ফুট দূরে সেট করুন রাউটারটি।
>> বড় আসবাবের থেকে দূরে রাখুন এই রাউটার। যেমন- উঁচু আলমারি, খাট অথবা অন্য বড় আসবাবের পাশে রাউটার সেট করলে ওয়াইফাই সিগন্যাল বাধা পাবে। ফলে পুরো বাড়তে হাই স্পিড ইন্টারনেট পাবেন না। তাই এসব আসবাবপত্র থেকে রাউটার দূরে রাখুন। সূত্র: অ্যাক্টক্রোপ
This Post Has 0 Comments