উম্মতে মুহাম্মদী: এক যোদ্ধা জাতির ইতিহাস | Official Trailer

‘উম্মতে মুহাম্মদী: এক যোদ্ধা জাতির ইতিহাস’ ইসলামিক ভিডিও বাংলার এক অনবদ্য সৃষ্টি, যা আমাদের নিয়ে যায় এক বিপ্লবী সময়ের পথযাত্রায়।

এই ডকুমেন্টারি সিরিজে উঠে এসেছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে এক নতুন জাতির উত্থান, যারা অন্ধকার, কুসংস্কার আর বর্বরতার মধ্যে থেকে উঠে এসে হয়ে উঠেছিল পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী এবং সুশৃঙ্খল জাতি।

এই সিরিজে বর্ণিত হয়েছে রসূল (সা.)-এর হাত ধরে আরবের প্রান্তরে জন্ম নেয়া সেই জাতির কাহিনী, যারা অর্ধেক পৃথিবীর দিগন্ত ছুঁয়ে গিয়েছিল। ইসলামের সেই প্রথম যোদ্ধাদের অবিশ্বাস্য আত্মত্যাগ, ঐক্য এবং সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে হৃদয়স্পর্শী এবং গভীর আবেগে।

প্রতিটি দৃশ্যে, প্রতিটি সংলাপে ফুটে উঠেছে সেই ঈমানের আলো, যে আলোর প্রতাপ আজও বিশ্বের মানচিত্রে গভীরভাবে বিরাজমান।

Leave A Reply

Your email address will not be published.