Mastodon
Shahadat Hossen

যেভাবে ফিরে যাবেন জিমেইলের আগের লেআউটে

যেভাবে ফিরে যাবেন জিমেইলের আগের লেআউটে
অনলাইন ডেস্ক:
নতুন এই লেআউটে বেশ কয়েকটি নতুন আইকন এবং একটি কলাপসিবল টুলবার এনেছে অ্যাপটির কর্তৃপক্ষ। তবে অ্যাপটির নতুন লে–আউটটি যদি আপনার পছন্দ না হয় তবে আপনি ফিরে যেতে পারবেন আগের লেআউটে। তবে এটি কেবল জিমেইল ওয়েবসাইটের ক্ষেত্রেই পরিবর্তন করা যাবে। জিমেইলের অ্যাপে এটি করা যাবে না।

সেটিংস অপশনে ক্লিক করে ‘গো ব্যাক টু দ্য অরিজিনাল ভিউ’–এ গিয়ে বদলে নিতে পারবেন লে–আউট। ছবি: সংগৃহীত

যেভাবে ফিরে যাবেন জিমেইলের আগের লে–আউটে:
১. প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজারে জিমেইল ওয়েবসাইট খুলে তাতে লগইন করতে হবে।
২. ওয়েবসাইটের সেটিংস অপশনে (গিয়ার আইকন) গিয়ে ক্লিক করতে হবে।
৩. তারপর একটু নিচে নেমে ‘গো ব্যাক টু দ্য অরিজিনাল ভিউ’–এ ক্লিক করতে হবে।
৪. ক্লিক করার পর জিমেইল আপনাকে জিজ্ঞেস করবে কেন আপনি বর্তমান লে–আউট পরিবর্তন করতে চান। জবাবে আপনি কেন পরিবর্তন করতে চান সে বিষয়ে একটা কিছু লিখে দিন। তারপর রিলোড অপশনে ক্লিক করুন। আপনি ‘রিলোড’ অপশন ক্লিক করার পর জিমেইল পেজটি রিফ্রেশ করবে। রিফ্রেশ শেষ হওয়ার পর আবারও আগের লেআউট ফিরে আসবে।

যেভাবে কন্টাক্ট নম্বর জিমেইলে সেভ করবেন

Leave a Reply