
এন্ড্রয়েড ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় কেন?
আপনার যদি মনে হয় আপনি সকাল বেলা কাজে যাওয়ার সময় এন্ড্রয়েড ফোনের ব্যাটারি সম্পূর্ন চার্জ করে নিয়েছেন। কিন্তু দিনের আলো শেষ হতে না হতেই ব্যাটারির আলো ফুড়িয়ে গেছে তার মানে ফোনের ব্যাটারি সঠিকভাবে কাজ করছে না। ব্যাটারি চার্জ জনিত সমস্যায় ভূগছে না এমন মানুষ খুব কমই আছেন। আর এই সমস্যা এবং তার কারন ও প্রতিকার নিয়ে আজকের আলোচনা।
ব্যাটারি কি ?
ব্যাটারি হল একটি মোবাইল ফোন বা একটি ট্যাবলেটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি ডিভাইসটিকে সচল রাখে। আধুনিক সেল ফোনে কেবল দুই ধরণের ব্যাটারি ব্যবহৃত হয় লিথিয়াম পলিমার এবং লিথিয়াম আয়ন।
কেন ব্যাটারি দ্রুত শেষ হয় ?
প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে, যা চার্জের চক্র হিসেবে ধরা হয়। স্বাভাবিক ভাবে একটি ব্যাটারি গড় ভাবে ০৬ থেকে ০৭ ঘন্টা সচল থাকে। ধরে নেই একটি ব্যাটারি এর নির্ধারিত আয়ুষ্কাল ১০০ চক্র। এবার আপনি যতবার এন্ড্রয়েড ফোনটি চার্জ এর জন্য মোবাইল চার্জার সংযোগ করবেন ততোবার ০১ করে চক্র কমতে থাকবে। এবার লক্ষণীয় বিষয় হল আপনি ( ১% চার্জ থাকা অবস্থায় বা ৮০% চার্জ থাকা অবস্থায় ) যে অবস্থায় চার্জের জন্য সংযোগ স্থাপন করেন না কেন তা ০১ চক্র বলে গন্য হবে। নিচে কিছু সাধারণ কারন তুলে ধরা হল যা ব্যাটারি দ্রুত শেষ করে।
১। মোবাইল পর্দায় Brightness বেশি থাকা: সূর্যের আলো বা অন্যান্য সময় মোবাইল এর পর্দা স্পষ্ট দেখা না গেলে আমরা মোবাইলের Brightness বাড়িয়ে দেই। যা ব্যাটারি দ্রুত শেষ হবার অন্যতম কারন।
২। Background Running সফটওয়্যার: কোন সফটওয়্যারের কাজ শেষ হয়ে গেলে তা ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে। তখন সেই সফটওয়্যার চলমান থাকতে আপনার মনের অজান্তে ব্যাটারি ব্যাবহার করে যাচ্ছে। তাই ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার বন্ধ করে দিন।
৩। ঘুমানোর সময় Airplane Mode করে রাখুন: আমরা যখন ঘুমাতে যাই তখন ফোন অলস অবস্থায় থাকে। ধীর গতিতে হলেও তখন মোবাইলের ব্যাটারি শেষ হতে থাকে। তাই ঘুমানোর সময় Airplane / Flight Mode করে রাখা বা বেশি প্রয়োজন না হলে মোবাইল বন্ধ করে রাখা ভাল।
৪। অপ্রয়োজনীয় Widget না রাখা: অনেক মোবাইলে Widget থাকে যেমন Facebook Widget, Twitter Widget, Calendar Widget, Mail Widget ইত্যাদি এ সকল না রাখা।
৫। GPS বন্ধ করে রাখা: সবচেয়ে বেশি ব্যাটারি শেষ করে GPS। গুগল ম্যাপ বা অন্যান্য কিছু সফটওয়্যার ব্যাবহারের ক্ষত্রে GPS খুব বেশি সচল থাকে। তাই Notification Bar থেকে GPS Option টি বন্ধ করে রাখুন।
৬। Live Wallpaper ব্যবহার না করা: দেখতে সুন্দর লাগে বলে আমরা অনেকেই আমাদের Home screen বা Lock Screen এ Live Wallpaper ব্যবহার করে থাকি। সুন্দরের সাথে সাথে ব্যাটারিও যে শেষ হচ্ছে সেই দিকে খেয়াল রাখতে হবে।
৭। Original Charger ব্যবহার করা: ফোনের সাথে যে চার্জার মোবাইল কোম্পানী দিয়ে থাকে সেটা ব্যবহার করা উত্তম। এতে সঠিক ভাবে মোবাইল চার্জ হয়।
৮। ব্যাটারি মাসে একবার সম্পূর্ণ করা: সম্পূর্ণ শেষ বলতে একদম (০) শূন্যতে নিয়ে আসা। এ কাজটি না করলে তেমন কোন ক্ষতি হবে না তবে পুরোন ব্যাটারি এর ক্ষত্রে এটা জরুরি। এটা করার মাধ্যমে মোবাইলের অপারেটিং সিস্টেম ( ০% এবং ১০০%) এর মাঝে পার্থক্য বুঝতে পারে।
৯। মোবাইল Update রাখা: অধিকাংশ মোবাইল কোম্পানী কিছু দিন পর পর তাদের গুরুত্বপূর্ণ Update নিয়ে আসে। আপনার মোবাইলে কোন ব্যাটারি সমস্যা থাকলে তা সহজে সমাধান হয়ে যাবে।
১০। ব্যাটারি Power Saving Mode রাখা: অনেক মোবাইলেই এই সুবিধাটি রয়েছে যে Battery Power Saving Mode। এই Power Saving Mode আপনাকে সহজেই সকল সফটওয়্যার Saving Mode রেখে দিবে।